Home সারাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

by Newsroom
ভ্যানচালক

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাকে চাপা পড়ে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ২৯ জানুয়ারি শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের পুনিয়াউট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন (৩৮) জেলার কসবা উপজেলার খেওড়া গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে। এ ঘটনায় রাব্বি নামের আরও এক ভ্যানচালক আহত হয়েছেন।

জানা যায়, সকালে কুমিল্লা থেকে ছেড়ে আসা ধান বোঝাই করা ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড যাওয়ার পথে পুনিয়াউট বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এতে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সড়কের পাশে দাড়িয়ে থাকা ভ্যানচালক ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে ভ্যান চালক আলামিন ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া রাব্বি নামে আরেক ভ্যনচালক আহত হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like