Home ভিডিও সংবাদ ভারতীয় দুটি ভ্যারিয়েন্টের নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতীয় দুটি ভ্যারিয়েন্টের নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

by Newsroom
৯৭ লাখ

গ্রিক বর্ণমালা ব্যবহার করে করোনাভাইরাসের দুইটি ভারতীয় ধরনের নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর একটি ধরনের নাম দেয়া হয়েছে কাপ্পা এবং অপর ধরনের নাম ডেল্টা।

সোমবার এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। ডব্লিউএইচও বিশেষজ্ঞ ও সংস্থাটির কোভিড-১৯ টেকনিক্যাল টিমের প্রধান ডা. মারিয়া ভ্যান কারখোভ বলেন, ভ্যারিয়েন্টের বৈজ্ঞানিক নামে কোনো পরিবর্তন আসছে না। কারণ, সেক্ষেত্রে গবেষণায় জটিলতা সৃষ্টি হবে। পাশাপাশি, ডব্লিউএইচও মনে করে, কোনো দেশে করোনাভাইরাসের নতুন কোনো ধরনের সন্ধান পাওয়া গেলে ওই দেশকে কখনোই এ জন্য নেতিবাচকভাবে দেখা বা বিবেচনা করা ঠিক নয়। তিনি আরও জানান, এবার থেকে করোনার যে নতুন ধরনগুলো শনাক্ত হবে সেগুলোর নাম গ্রীক বর্ণমালা আলফা, বিটা, গ্যামা, কাপ্পা ইত্যাদির নামে নামকরণ হবে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ের নামকরণের ইতিহাস

ভয়েস টিভি/ডি

You may also like