Home সারাদেশ ভ্রমণে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

ভ্রমণে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

by Newsroom
ট্রাক

ভ্রমণে গিয়ে পটুয়াখালীর লেবুখালী ফেরীঘাটে বাসের চাপায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলার লেবুখালী এলাকার কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র রিয়াদ (১৪) মাদারীপুর সদর উপজেলার ঝিকরাদি ইউনিয়নের ঘটমাঝি গ্রামের আবু মোল্লার পুত্র।

নিহত রিয়াদের আপন চাচা বাবু মোল্লা জানান, বৃহস্পতিবার মাদারিপুর থেকে পারিবারিক বনভোজনে রিয়াদের বাবা-মা ও বড় ভাই ইয়াদসহ আমরা এলাকাবাসীদের নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসি। কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে লেবুখালী ফেরীঘাটে এসে পরিবহনের দীর্ঘ লাইন দেখতে পাই।

এ সময় আমরা নাস্তা করার জন্যে গাড়ি থেকে বাহিরে বের হই। হঠাৎ পিছন থেকে কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি পরিবহন রং সাইড দিয়ে ফেরিতে উঠাতে গিয়ে রিয়াদকে চাপা দেয়। পরিবহনের চাপায় পিষ্ট হয়ে রিয়াদ ঘটনাস্থলেই নিহত হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই পরিবহনটি ঘুরিয়ে পটুয়াখালীর দিকে পালিয়ে যায়। রিয়াদ স্থানীয় একটি টেকনিক্যাল স্কুলে নবম শ্রেনীতে পড়াশুনা করত বলেও জানান চাচা বাবু।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী জানান, পর্যটক রিয়াদকে চাপা দিয়ে কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি বাস পটুয়াখালীর দিকে পালিয়ে যায়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like