Home বিশ্ব আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা অযৌক্তিক : প্রেসিডেন্ট

আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা অযৌক্তিক : প্রেসিডেন্ট

by Mesbah Mukul

দক্ষিণ আফ্রিকায় ওমিক্রণ ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে হতাশা প্রকাশ করে অযৌক্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, এই নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ আফ্রিকার দেশগুলোকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হবে। মহামারি মোকাবিলা ও কাটিয়ে উঠতে আমাদের সক্ষমতাকেও এই সিদ্ধান্তের মাধ্যমে খাটো করা হয়েছে। আল-জাজিরা

সিরিল রামাফোসা আরো বলেন, সবাইকে ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হওয়া ঠেকানো যাবে না। দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিনের কোনও ঘাটতি নেই। ভ্রমণ নিষেধজ্ঞা দেখে আমি হতাশ হয়েছি। এটা আমাদের সঙ্গে বড় অন্যায় করা হয়েছে। বিবিসি

গত বুধবার দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত রোগী পাওয়া যায়। এই ভাইরাসে শনাক্ত রোগী আরো আছে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং, ইসরায়েল, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়ার পাশাপাশি নেদারল্যান্ডস ও ডেনমার্কেও।

আরও পড়ুন : আফ্রিকায় করোনায় এক লাখ ৯০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

ভয়েসটিভি/এমএম

You may also like