Home সারাদেশ নকলায় ভ্রাম্যমাণ আদালতে ১৭ জনের জরিমানা

নকলায় ভ্রাম্যমাণ আদালতে ১৭ জনের জরিমানা

by Newsroom

শেরপুর জেলার নকলা উপজেলায় আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। ৩০ নভেম্বর সোমবার সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ এ দণ্ড দেন।

অর্থদন্ড প্রাপ্তদের মধ্যে মাস্ক না পরায় ১৩ জনকে ২০০ টাকা করে, পলিথিন ব্যাগ ব্যবহার করায় দুজনকে এক হাজার টাকা করে এবং রাস্তায় দোকান বসিয়ে গণ উপদ্রব করায় দুজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ জানান, বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা খুব বেশি। এর মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে ব্যাপক প্রচার ও এর প্রভাব সম্পর্কে অবহিত করা সবার নৈতিক দায়িত্ব।

আদালত পরিচালনা করার সময় পথচারী, দোকানি, ব্যবসায়ীসহ সবাই করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়। তাছাড়া মাস্ক পরিধানের বিষয়ে সচেতন করার পাশাপাশি  বাজারে গণ উপদ্রব না করতে ও পলিথিনসহ নিষিদ্ধ পণ্য বেচা-কেনা না করার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মচারী, নকলা থানার পুলিশ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কৃষক খুনের মামলায় এক জনের ফাঁসি এবং পাঁচ জনের যাবজ্জীবন

ভয়েস টিভি/এমএইচ

You may also like