Home সারাদেশ ফরিদপুরে ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা

ফরিদপুরে ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা

by Newsroom

ফরিদপুরের বোয়ালমারীতে চার মাসের অন্তসত্ত্বা গৃহবধুর ভ্রুণ নষ্ট করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। ২৯ নভেম্বর রোববার উপজেলার পরমেশ্বরদী গ্রামের  ভুক্তভোগী গৃহবধুর স্বামী মো. ওহিদ মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন সোমবার মামলাটি নথিভুক্ত করা হয়।

আসামিরা হলেন, একই গ্রামের মো. রনি কাজী (২৭), মনেচ মৃধা (২৬), মো. মাহফুজ কাজী (২৩), আইয়ুব খন্দকার (৪২) ও মো. ছরোয়ার খান (৪৪)।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বরদী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ২৭ নভেম্বর শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় চার মাসের অন্তসত্ত্বা গৃহবধু শিউলি বেগমকে (৩০) বেধড়ক মারপিট করে প্রতিপক্ষরা। গুরুতর আহতাবস্থায় শিউলি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মারধরের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার পেটের সন্তান নষ্ট হয়ে যায় বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। এরপরই গৃহবধুর স্বামী মো. ওহিদ মিয়া থানায় মামলা দায়ের করেন।

গৃহবধুর স্বামী মো. ওহিদ মিয়া অভিযোগ করে বলেন, সংঘর্ষের সময় তার স্ত্রী হামলা ও গালিগালাজ না করার অনুরোধ জানালে আসামিরা তাকে লোহার রড, বাঁশের লাঠি দিয়ে মারপিট করে। এর এক পর্যায়ে পেটে লাথি মারলে সে পড়ে যায়। এতে তখনই তার রক্তক্ষরণ শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, গত ২৭ নভেম্বর পরমেশ্বদী গ্রামের শিউলি বেগম নামের এক গৃহবধূ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা নিরিক্ষা শেষে সকল রিপোর্টে দেখা যায়, তার পেটের সন্তান নষ্ট হয়ে গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই স্বপন কুমার বলেন, গৃহবধূকে মারধর ও বাচ্চা নষ্ট হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে নির্দেশনা না মানায় হাসপাতালে সিলগালা

ভয়েস টিভি/এমএইচ

You may also like