Home বিশ্ব ভারতে তেল-গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ

ভারতে তেল-গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ

by Shohag Ferdaus
ভয়াবহ বিস্ফোরণ

ভারতের গুজরাটের সুরত শহরে তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশন (ওএনজিসি) প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় আনন্দবাজার।

ওএনজিসি সূত্রের বরাত দিয়ে তারা জানায়, ভোররাতে সুরতের হাজিরা গ্যাস প্রসেসিং প্ল্যান্টে একাধিক বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে তা বিধ্বংসী রূপ নেয়।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। বিস্ফোরণের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ওএনজিসি জানিয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দাহ্য পদার্থের কারণে তীব্র শিখায় জ্বলছে আগুন। প্ল্যান্টের কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

প্ল্যান্টের ভেতর বিস্ফোরণের জেরেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্ল্যান্টের ১০ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি স্থানীয়দের।

সুরতের কালেক্টর ধবল পটেল বলেন, ‘ভোর ৩টা নাগাদ পর পর তিনটি বিস্ফোরণ ঘটে প্ল্যান্টের মধ্যে। এরপরই ছড়িয়ে পড়ে আগুন। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।’

ঘটনাস্থলে দমকল বাহিনী রয়েছে। ওএনজিসি’র অফিসাররাও সেখানে কাজ করছেন বলে জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like