Home সারাদেশ ভয়েস টিভির ভৈরব প্রতিনিধি পেলেন জয়িতা সম্মাননা

ভয়েস টিভির ভৈরব প্রতিনিধি পেলেন জয়িতা সম্মাননা

by Amir Shohel

ভয়েস টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ওয়াহিদা বিনতে আমিন পলিসহ পাঁচ জন কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন। আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা মহিলা অধিদপ্তর।

কিশোরগঞ্জ জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা প্রশাসক সার্বিক মো. গোলাম মোস্তফা।

এ সময় জেলায় নির্বচিত পাঁচজন নির্বাচিত জয়িতাকে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। এছাড়া জেলার ১৩ উপজেলায় ৫ জন করে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সমাজ উন্নয়নে ওয়াহিদা বিনতে আমিন পলি জয়িতা সম্মাননা পান। তিনি ভৈরবের চণ্ডিবের মোল্লাবাড়ির সুমন মোল্লার স্ত্রী এবং ভয়েস টেলিভিশনের ভৈরব প্রতিনিধি।

ভয়েসটিভি/এএস

You may also like