Home সারাদেশ ভয়েস টেলিভিশনে সংবাদ প্রকাশে পাউবোর সীমানা নির্ধারণ শুরু

ভয়েস টেলিভিশনে সংবাদ প্রকাশে পাউবোর সীমানা নির্ধারণ শুরু

by Newsroom
ভয়েস

জনপ্রিয় নিউজ পোর্টাল ভয়েস টেলিভিশনে গত ৭ ডিসেম্বর ‘বেড়ার পাউবোর জায়গা দখল করে কোটি টাকার বাণিজ্য’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশের পর পাবনার বেড়া পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা নড়েচড়ে বসেছেন।

এদিকে প্রতিষ্ঠানটি অবৈধ দখলদার উচ্ছেদে ইতোমধ্যেই সীমানা নির্ধারণে খুঁটি বসানোর কাজ শুরু হয়েছে। তবে চাহিদানুযায়ী অর্থাভাবে উচ্ছেদ অভিযান ব্যাহত হওয়ার সঙ্কা প্রকাশ করেছেন খোদ প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হামিদ।

বেড়া পাউবো কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বেড়া উপজেলার পাউবোর অধীনে নদীর তীর ও বাঁধের জায়গাগুলোর সীমানা নির্ধারণ না থাকায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের ছত্রছায়ায় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে রেখেছে। উচ্ছেদের জন্যে প্রয়োজনীয় অর্থ সংকট, জনবল ও যন্ত্রপাতি না থাকায় এই অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্যাহত হচ্ছে।

সূত্র আরও জানায়, ইতোমধ্যে ২০২০-২০২১ অর্থ বছরে গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্যে কেন্দ্রে বরাদ্দ চেয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। ওই প্রতিবেদনে বেড়ার জন্যে ২৫ লাখ, সাঁথিয়ার জন্যে ২৫ লাখ ও সুজানগরের জন্যে ১০ লাখসহ মোট ৬০ লাখ টাকার বরাদ্দ চাওয়া হয়েছে।

ভয়েস

সরেজমিনে দেখা যায়, বেড়া উপজেলার নাকালিয়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় প্রায় ৩০০ ফিট পাউবোর জায়গা অবৈধ দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামঘর নির্মাণ করেছেন ড. মোল্লা কফিল উদ্দিন ও তার সহোদররা। এছাড়াও জেলার সাঁথিয়া, সুজানগর ও বেড়া উপজেলার বিভিন্ন বাঁধ ও তীর সংলগ্ন অনেক জায়গা অবৈধ দখলদাররা দখল করে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সীমানা নির্ধারণের কাজ শুরু করে দিয়েছে পাউবো।

বেড়া পাউবোর রাজস্ব কর্মকর্তা জেলহক জানান, গেল তিনদিন ধরে নাকালিয়া এলাকায় পাউবোর জায়গায় অবৈধ দখলদার উচ্ছেদ ও সীমানা নির্ধারণের জন্যে খুটি বসানো হচ্ছে। পুরোপুরি সীমানা নির্ধারণের পর প্রয়োজনীয় বরাদ্দ পেলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হামিদ বলেন, অবৈধ উচ্ছেদে অর্থ চাহিদা চেয়েছি ৬০ লাখ টাকা। অথচ বরাদ্দ পেয়েছি মাত্র তিন লাখ টাকা। যা দিয়ে কোন অবস্থায় উচ্ছেদ অভিযান পরিচালনা সম্ভব নয়। অবৈধ দখলদার উচ্ছেদে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্যে উর্ধ্বতন মহলে জোর তদরিব চলছে।

তিনি বলেন, প্রভাবশালী যতবড় ক্ষমতাধর হোক, কোনো লাভ নেই। সরকারি জায়গা তাদের ছেড়ে দিতেই হবে। ইতোমধ্যে অভিযান পরিচালনার জন্যে ম্যাজিষ্ট্রেট নিয়োগ হয়েছে। খুব শিঘ্রই অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন : বেড়ায় পাউবোর জায়গা দখল করে কোটি টাকার বাণিজ্য!

ভয়েস টিভি/এমএইচ

You may also like