Home সারাদেশ যৌন হয়রানি প্রতিরোধে প্রধান শিক্ষকদের মতবিনিময়

যৌন হয়রানি প্রতিরোধে প্রধান শিক্ষকদের মতবিনিময়

by Shohag Ferdaus
যৌন হয়রানি

নোয়াখালীতে যৌন হয়রানি, বাল্যবিয়ে ও সাইবার বুলিং প্রতিরোধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন)’ প্রকল্পের উদ্যোগে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী জেলা শহর মাইজদীর হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী সদর উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নোমান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়।

যৌন হয়রানি, বাল্যবিয়ে, সাইবার বুলিং এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্কুল প্রধানদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে ব্র্যাক সভার আয়োজন করে। মতবিনিময় সভা প্রধানের দায়িত্ব পালন করেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও নোয়ান্নাই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আক্তারুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সেক্টর স্পেশালিষ্ট দেবাশীষ হালদার।

যৌন হয়রানি, বাল্যবিয়ে, সাইবার বুলিং প্রতিরোধে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণ বিষয়ে মুক্ত আলোচনা পর্বে
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, এবিএম আব্দুল আলীম, উত্তম কুমার রায়, মো. কামাল উদ্দিন, একরামুল হক পাটোয়ারী, মো. দেলোয়ার হোসেন, ভূপাল চন্দ্র দেবানাথ, মোহাম্মদ্দুল্লা, মো. আক্তার হোসেন, মো. আলমগীর কবীর, মো. নুরুল হুদা।

এসময় সহযোগিতা করেন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম।

সভার প্রধান অতিথি মো. নোমান হোসেন বলেন, প্রযুক্তিকে দোষারোপ করা যাবে না। বরং আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশে যেতে হবে এবং এর সুফল কাজে লাগাতে হবে ও কুফল বা খারাপ দিক পরিহারের জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like