Home সারাদেশ মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মিভূত

মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মিভূত

by Shohag Ferdaus
ভস্মিভূত

ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৪ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার কামারখালী বাজারের মো. হাসান শেখের লেপ-তোশকের দোকান জান্নাত বেডিং হাউজে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ফরিদপুর, মাগুরা ও মধুখালী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে মো. শহিদুল ইসলামের লেপ-তোশকের দোকান খান বেডিং হাউজ, কৃষ্ণ রবি দাসের জুতার দোকান, রবিউল ইসলামের কাপড়ের দোকান, শ্যামল সেনের মুদি দোকান, কোমল সেনের স্বর্ণের দোকান, প্লাবন মোল্যার ফার্নিচারের দোকান, মিরাজ শেখের জুতার দোকান, শওকত শেখের সিমেন্ট ও টিনের দোকান এবং জাকির হোসেনের দোকান ভস্মিভূত হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফরিদপুর, মাগুরা ও মধুখালী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে বাজারের ১০টি দোকান ভস্মিভূত হয়েছে। প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like