গোপালগঞ্জে গোপীনাথপুর আরএইচডি-ঘাঘাধলইতলা সড়কের শেষ প্রান্তে মধুমতি নদীর উপর ৭৮৮.৭০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ৯৭ কোটি ৩০ লাখ টাকা।
২৩ জানুয়ারি শনিবার বিকেল ৩টার দিকে মধুমতি নদীর তীরে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
অনুষ্ঠানে তিনি বলেন, ব্রিজটি নির্মিত হলে এ অঞ্চলে সড়ক যোগাযোগের যুগান্তকারী নেটওয়ার্ক সৃষ্টি হবে। গোপালঞ্জের সঙ্গে নড়াইলের কোটাখোলা, দিঘলীয়ার সঙ্গে সংযোগ স্থাপিত হবে। গোপালগঞ্জ থেকে দ্রুত সময়ে যশোর বেনাপোল পৌঁছানো সম্ভব হবে। যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকায়ও দ্রুত পৌঁছানো সম্ভব হবে। যোগাযোগ বৃদ্ধি হলে এলাকার অর্থনৈতিক উন্নয়নও ঘটবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্বের হার কমে যাবে।
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মঞ্জুরুল আলম সিদ্দিকী, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমীন, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এম সুপারুল আলম (টিকে) বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক জানিয়েছেন, এলজিইডি’র অধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প’ এর আওতায় এ ব্রিজটি নির্মিত হবে। ৩২ ফুট চওড়া ১৮টি স্প্যান-সমৃদ্ধ এ ব্রিজটির নির্মাণ কাজ শেষ হবে ২০২৩ সালের নভেম্বরে।
ভয়েস টিভি/এসএফ