Home সারাদেশ ইউপি নির্বাচনে দুই ভাই ও চাচা-ভাতিজার মনোনয়ন জমা

ইউপি নির্বাচনে দুই ভাই ও চাচা-ভাতিজার মনোনয়ন জমা

by Shohag Ferdaus
মনোনয়ন জমা

লালমনিরহাটে তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দুই ভাই, চাচা-ভাতিজাসহ ১৪ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন। ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ তিন ইউপিতেই সাবেক চেয়ারম্যানদের মৃত্যুতে পদ শূন্য হয়। সম্প্রতি শূন্যপদ পূরণে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনায়ন পত্র জমাদানের শেষ দিন ছিল আজ (২৩ সেপ্টেম্বর)। এ তিন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের বিপরীতে ১৪ জন প্রার্থী তাদের মনোনায়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও ইউপি সদস্যের ৩টি পদেও মনোনায়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

চেয়ারম্যান পদে মনোনায়ন পত্র জমা দেন- হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে সদ্য প্রয়াত চেয়ারম্যানের ছেলে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল আলম সাহাদাত, বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান সফিয়ার রহমান ও তার ভাতিজা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম। একই উপজেলার গড্ডিমারী ইউনিয়নে সদ্য প্রয়াত চেয়ারম্যানের ছেলে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, বিএনপির প্রার্থী সফিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম, রহম আলী, আখতার হোসেন খন্দকার ও তার ভাই জামিল হোসেন খন্দকার। কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল গফুর সরকার , বিএনপির প্রার্থী ইকবাল আজম, স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্রনাথ বর্ম্মণ ও আলী মর্তুজা।

আগামী ২৬ সেপ্টেম্বর মনোনায়ন পত্র যাচাই-বাছাই হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর এবং ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like