ভোলার দুই পৌরসভা নির্বাচনে ২ মেয়রসহ প্রার্থীসহ ১১ প্রর্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে চরফ্যাশন পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়।
জানা গেছে, ভোলা পৌরসভায় ২ ও ৪ নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রির্টানিং কর্মকর্তা। হলনামায় সঠিক তথ্য না থাকা ও ঋণ খেলাপি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
এদিকে চরফ্যাশন পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হমায়ুন কবির ও ইসলামী আন্দোলর বাংলাদেশের প্রার্থী আবু ইউসুফের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া এ পৌরসভার ৩,৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের ১ জন করে সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। হলানামায় তথ্য সঠিক না থাকাসহ নানা অভিযোগে তাদের মনোনয় বাতিল করা হয়।
জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রার্থীরা আগামী ৩ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন। ভোলা ও চরফ্যাশন এ দুই পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভয়েস টিভি/এসএফ