Home সারাদেশ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি

by Newsroom

দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বী ও ইসকনদের  মধ্যে সংঘর্ষ এড়াতে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ২১ অক্টোবর বুধবার দুপুরে মন্দির ও তার পার্শবর্তী এলাকায় এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

জানা গেছে, ২০০৯ সালে রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন পন্থি ও সনাতন ধর্মালম্বীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে প্রায় ১০ বছর ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই মন্দিরে দুর্গাপূজার সময় প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে সেখানে দুই গ্রুপের বিরোধের জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মন্দির এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পূজা শেষ হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like