উত্তর মিশরের আলেকজান্দ্রিয়ায় খনন করে বেশকিছু মমি আবিষ্কার করেছে প্রত্নতাত্বিকরা। সোনার জিভ লাগানো রয়েছে এসব মমিতে। মিশরের মানুষের বিশ্বাস অনুসারে, মৃত্যুর পরের জীবনে কথা বলার জন্য এই সোনার জিভ লাগানো হতো। সম্প্রতি এসব মমি উদ্ধার হয়েছে বলে ডয়েচে ভেলের প্রতিবেদনে জানানো হয়েছে।
মিশরের পুরাকীর্তি মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, মোট ১৬টি সমাধিতে পাথর কেটে ঢোকা হয়েছিল। গ্রিস ও রোম যখন মিশর অধিকার করে রেখেছিল, সেই সময় এই ধরনের মমি রাখা হতো।
গ্রিসের সম্রাট আলেকজান্ডার ৩৩২ বিসি-তে মিশর অধিকার করেন। তার মৃত্যুর পর টলেমি বংশের অধিকারে থাকে মিশর। ৩০ বিসি-তে রোমানরা তাঁদের হারিয়ে মিশর অধিকার করে নেয়। রোমানরা এরপর দীর্ঘদিন মিশর শাসন করে।
ওই ১৬ সমাধিতে প্রচুর মমি ছিল। তবে মমিগুলো খুব ভালোভাবে সংরক্ষিত হয়নি। মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, সব মমিতেই সোনার জিভ ছিল। মিশরে মৃত্যুর দেবতা ওসিরিসের সঙ্গে যাতে কথা বলা যায়, তার জন্য সোনার জিভ পরিয়ে রাখা হতো মমির মুখে।
এই মিশনের প্রধান ক্যাথলিন মার্টিনেজ জানিয়েছেন, তাদের মনে হয়েছে, দুইটি মমি খুবই গুরুত্বপূর্ণ। একটি মমিতে ওসিরিসের প্রতিমূর্তি আছে। অন্যটিতে সিং সহ রাজমুকুট রয়েছে, তার সঙ্গে একটি কোবরাও আছে। সেখানে একটি পেনডেন্টসহ নেকলেসও রয়েছে। তারা একটি নারীর মুখোশও পেয়েছেন। সেই সঙ্গে আটটি মার্বেলের মুখোশও পাওয়া গেছে।
আলেকজান্দ্রিয়ায় এই মিশনের উদ্দেশ্য ছিল ক্লিওপেট্রার সমাধি খুঁজে বের করা। এই অভিযানের তরফে জানানো হয়েছে, তারা যাবতীয় তথ্য জোগাড় করে ওই এলাকায় খনন করেছিলেন। তবে তারা এখনো ক্লিওপেট্রার সমাধির হদিশ পাননি।
ভয়েস টিভি/এসএফ