Home সারাদেশ মমেক হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

মমেক হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

by Amir Shohel

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এর মধ‍্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়।

৮ অক্টোবর শুক্রবার সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেন।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তাহমিনা (২৬)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের মোক্তার উদ্দিন (৬০), তারাকান্দা উপজেলার আব্দুল হাকিম (৫০), ফুলবাড়িয়া উপজেলার আমেনা (২০), গাজীপুর শ্রীপুর উপজেলার আব্দুল হাসেম (৪০), প্রদীপ (৭০), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার রহিমা আক্তার (৫০) এবং জামালপুর বকসীগঞ্জ উপজেলার সাজেদা (৪০)।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৩৪ জনের মৃত্যু হলো।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে সাতজন চিকিৎসাধীন। এছাড়াও সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২৬টি নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৩ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২০৩ জন।

ভয়েসটিভি/এএস

You may also like