ফরিদপুরে নিখোঁজের ১ দিন পর বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ জানুয়ারি রোববার দুপুরে সদর উপজেলা চর মাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার বাড়ি তালতলা এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যাক্তি চর মাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার বাড়ি গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন মন্ডলের ছেলে মানা মন্ডল (৫৪)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মানা মন্ডল। এরপর থেকে সারারাত তিনি বাড়িতে ফিরে আসেননি। রোববার বেলা ১২টার দিকে ওই ব্যাক্তির বাড়ি থেকে আনুমানিক ২শ ৫০ গজ দূরে তালতলা এলাকার পানি উন্নয়ন বোর্ডের একটি খালে ওই ব্যাক্তিকে ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম বলেন, বিষয়টি ফরিদপুর কোতয়ালী থানায় জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তিনি বলেন, মৃত ওই ব্যাক্তি মানসিক ভাবসাম্যহীন ছিলেন। এছাড়া তিনি চোখেও কম দেখতেন।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ফরিদপুরে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে শহরের থানা রোড এলাকায় জেলা আওয়ামী লীগ অফিস সংলগ্ন একটি ফুলের দোকানের ডাস্টবিন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে ফুলের দোকানের ওই ডাস্টবিনে মৃত অবস্থায় ওই নবজাতক ছেলে শিশুটিকে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও দেখুন : পরিচয় পাওয়া গেছে কুয়েতে খুন হওয়া মা-মেয়ের
ভয়েস টিভি/ডিএইচ