Home সারাদেশ নববধূর মরদেহ উদ্ধার

নববধূর মরদেহ উদ্ধার

by Newsroom
নিহত

ময়মনসিংহে ফাঁসিতে ঝুলে এক নববধুর মৃত্যু হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়।

নববধূ মাহমুদা আক্তার সদর উপজেলার রাঘবপুর এলাকার বিল্লাল মুন্সির মেয়ে। আটক সজল একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় তিন মাস আগে পারিবারিক ভাবে মাহমুদার সাথে সজলের বিয়ে হয়। পারিবারিক কোনো সমস্যা ছিল না। দুপুর খাওয়ার পর পরিবারের সবাই এক সাথে টিভি দেখছিলেন। টিভি দেখে সবাই বের হলেও মাহমুদা ঘরে থেকে বের হয়নি।

পরে ডাকাকাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে সিলিংয়ের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এসে লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই কামাল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আগে থেকেই পরিবারের লোকজন ঝুলন্ত লাশ সিলিং থেকে নামিয়ে রাখে, ঝুলন্ত অবস্থায় পায়নি পুলিশ। ময়নাতদন্তের জন্যে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্যে স্বামী সজল মিয়াকে আটক করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like