Home সারাদেশ ফেনীতে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

ফেনীতে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

by Mesbah Mukul

ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবীর বিরুদ্ধে মসজিদ নির্মাণ ও রাস্তা সংস্কারের সরকারি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে মঙ্গলবার এ অভিযান চালানো হয়েছে। এনফোর্সমেন্ট টিম সরেজমিনে মসজিদ ও রাস্তা পরিদর্শন করে চেয়ারম্যান নুরের সাথে এ বিষয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে টিম জানায়, মসজিদটি বর্তমানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে। রাস্তার কিছু অংশের কাজে বিচ্যুতি রয়েছে। ইউপি চেয়ারম্যানের কাছে বিগত তিন বছরের বরাদ্দের নথি চাইলে তিনি আগামী দুই কার্যদিবসের মধ্যে তা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। গ্রামীণ রাস্তা হওয়ায় এর কিছু অংশ দেবে গেছে। এছাড়াও ওই চেয়ারম্যান দুদক টিমকে দ্রুত সব বিচ্যুতি মেরামতের আশ্বাস দেন।

টিম আরো জানায়, অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে এদিন দুদক এনফোর্সমেন্ট ইউনিট সাতটি দপ্তরে চিঠি দিয়েছে।

ভয়েসটিভি/এমএম

You may also like