খুলনা: পাওনা বকেয়া পরিশোধের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে খুলনার মহসেন জুটমিলের ছাঁটাইকৃত শ্রমিক ও কর্মচারীরা।
০৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মিলগেট এলাকায় এই অনশন করেন তারা।
শ্রমীক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল্লাহ খান এর সভাপতিত্বে এ অনশন কর্মসূচি পালন করেন খুলনার মহসেন জুটমিলের ছাঁটাইকৃত শ্রমিক ও কর্মচারীরা।
এসময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ মনিরুল ইসলাম, মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসূলসহ শ্রমিক নেতৃন্দরা। সাধারণ শ্রমিক-কর্মচারীরাও তাদের দুর্দশার কথা জানান।
অনশন কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, মিলের ছাটাইকৃত সকল শ্রমীকদের কাজে ফেরত নিতে হবে। সেই সঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে মিল মালিককে গ্রেপ্তার না করা হলে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের শিরোমনি এলাকার রাজপথ-রেলপথ অবরোধ করার হুশিয়ারী দেন তারা।
ভয়েস টিভি/টিআর