Home রাজনীতি মহানবীর কার্টুন প্রকাশ গর্হিত অপরাধ: বিএনপি

মহানবীর কার্টুন প্রকাশ গর্হিত অপরাধ: বিএনপি

by Shohag Ferdaus
ফখরুল

মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মীয় নেতার অবমাননা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না বলে জানিয়েছে বিএনপি। তারা মহানবীর (সা.) কার্টুন প্রকাশকে একটি গর্হিত অপরাধ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দাও জানিয়েছে।

১ নভেম্বর রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে বলা হয়, ফ্রান্সে হজরত মুহাম্মদ (স.)-এর কার্টুন প্রকাশে নিন্দা জানিয়ে বিশ্বব্যাপী মুসলমানদের যে বিক্ষোভ চলছে, তাতে সমর্থন জানায় বিএনপি। একইসঙ্গে দলটি মনে করে, ‘মহানবী (স.)-এর কার্টুন প্রকাশ ও তা সমর্থন করা যেমন ধর্মবিদ্বেষকে উসকানি দেয়ার মতো অপরাধ, তেমনি প্রতিবাদের ভাষা হিসেবে মানুষ হত্যাও গ্রহণযোগ্য নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি মনে করে, পবিত্র ইসলাম ও মহানবী (স.)-এর অনুসারীদের আবেগকে আহত করে বিশ্বব্যাপী যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করা হয়েছে, তা গোটা মানবজাতির ঐক্য ও মিলনের জন্য এক অনতিক্রমণীয় হুমকিতে পরিণত হয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসার এবং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধকে স্বীকৃতি দেয়ার মতো মানবিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকেই উদ্যোগী হতে হবে। কারণ ঘৃণা ও সন্ত্রাস কোনোটাই বিশ্বাসীর কাম্য নয়।’

ভয়েস টিভি/এসএফ

You may also like