Home বিশ্ব মহানবী (সা.)-এর জীবনীর ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন (ভিডিও)

মহানবী (সা.)-এর জীবনীর ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন (ভিডিও)

by Mesbah Mukul

পবিত্র মসজিদুল হারামে মহানবী (সা.)-এর জীবনীর ডিজিটাল প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৮ নভেম্বর তা উদ্বোধন করেছেন গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুর রহমান আল সুদাইস।

মসজিদুল হারামে অনুষ্ঠিত এজেন্সি ফর এক্সিবিশনস অ্যান্ড মিউজিয়াম অ্যাফেয়ার্সের উদ্যোগে এ প্রদর্শনী শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে শায়খ সুদাই বলেন, পবিত্র মসজিদুল হারামের এ প্রদর্শনী দর্শনার্থীদের ইসলাম ধর্মের মৌলিক বিষয় জানতে সহায়তা করবে। সৌদি সরকারের সার্বিক নেতৃত্বে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের মুসল্লিরা এ কার্যক্রমের মাধ্যমে মহানবী (সা.)-এর জীবন সম্পর্কে জানতে পারবেন।

তিনি আরো বলেন, ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে মহানবী (সা.)-এর জীবনী তুলে ধরা হবে। তাঁর শিষ্টাচারিতা, উন্নত চরিত্র, উদারতা, ন্যায়নিষ্ঠা, সহাবস্থানসহ মানবিক গুণাবলি সম্পর্কে মানুষ জানবে। ইসলামের উদার মনোভাব সম্পর্কে তারা জ্ঞান লাভ করবেন।

ভিশন ২০৩০ পূরণেসৌদি আরব সব ধরনের কার্যক্রম ডিজিটাল করে আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে পবত্রি মসজিদুল হারামের মুসল্লিদ, ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় সৌদি সরকারের ভূমিকার চিত্র তুলে ধরা হয়।

প্রদর্শনী ও জাদুঘর বিভাগের উপপ্রধান প্রকৌশলি মাহির বিন মুনসি আল জাহরানি বলেন, পবিত্র গ্র্যান্ড মসজিদের মুসল্লি ও দর্শনার্থীদের উদ্বোধনের পর এক মাস পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে পবিত্র গ্র্যান্ড মসজিদের লাইব্রেরির প্রদত্ত ডিজিটাল পাণ্ডুলিপি আছে। এছাড়াও প্রদর্শনীতে মহানবী (সা.)-এর জীবনীমূলক বিভিন্ন বইও রাখা হয়। ইসলামী ঐতিহ্যের আলোকে মহানবী (সা.)-এর সুন্নাহ ও জীবনের নানা দিক ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।

https://twitter.com/ReasahAlharmain/status/1461295381917188096

ভয়েসটিভি/এমএম

You may also like