Home পশ্চিমবঙ্গ করোনা রোগীদের মহাসড়ক অবরোধ!

করোনা রোগীদের মহাসড়ক অবরোধ!

by Shohag Ferdaus
মহাসড়ক অবরোধ

হাসপাতালে নিম্নমানের খাবার এবং নিম্ন স্বাস্থ্যসেবার অভিযোগে মহাসড়ক অবরোধ করেছেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে।

বেশ কয়েকদিন ধরেই এসব অনয়িমের প্রতিবাদ জানাচ্ছিলেন পূর্ব মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কাঁথির কাছে জাতীয় মহাসড়ক অবরোধ করেছেন তাঁরা। এই ঘটনায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কাঁথির বাসিন্দা এক রোগী বলেন, ‌‘খাবার নিম্নমানের। মুখে তোলা যায় না। টিফিনে বাসি পাঁউরুটি দেয়া হচ্ছে। বারবার বলেও কোনও কাজ হয়নি। পরিষেবাও অত্যন্ত খারাপ। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না হাসপাতাল চত্বর। শৌচালয়েরও বেহাল অবস্থা।’

স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে ওই হাসপাতালের চিকিৎসাধীন রোগীরা রাস্তায় লম্বা লাইন করে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। কেউ দূরত্ববিধি মানেননি বলে অভিযোগ।

ভয়েস টিভি/এসএফ

You may also like