Home অপরাধ মহিপালে ওসি প্রদীপের সোর্স ইয়াবাসহ আটক

মহিপালে ওসি প্রদীপের সোর্স ইয়াবাসহ আটক

by Amir Shohel

ফেনীতে ৮শ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সোর্স হিসেবে কাজ করত।

৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অভিযান চালিয়ে কক্সবাজার উখিয়া উপজেলার আন্তঃজেলা এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সদস্যরা।

এ ঘটনায় কার্যালয়ের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে মামলা দায়ের করে। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, জাহাঙ্গীর আলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দিঘলীয়া পালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল কাদিরের ছেলে। সে টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের সোর্স ছিলেন। তার ছত্রছায়াতেই দেশব্যাপী ইয়াবা পাচার করা হতো।

ভয়েসটিভি/এএস

You may also like