Home সারাদেশ সুন্দরবনে হরিনের মাংস উদ্ধার

সুন্দরবনে হরিনের মাংস উদ্ধার

by Newsroom
সুন্দরবনে হরিনের মাংস উদ্ধার

বাগেরহাট: সুন্দরবন থেকে নৌকাসহ ৩০ কেজি হরিণের মাংস, ২টি মাথা ও ৮টি পা জব্দ করেছে পূর্ব বন বিভাগ। ২৬ জুলাই রোববার সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল টহল ফাড়ির বনরক্ষিরা অভিযান চালিয়ে ২টি নৌকাসহ এসব জব্দ করে।

উদ্ধারকৃত মাংস, মাথা ও পা মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির ভয়েস টিভিকে বলেন, সকালে নিয়মিত টহলের সময় চাড়াখালী খালে ২ টি নৌকা এবং ২ নৌকায় জন লোক দেখতে পাই। তাদেরকে ডাকলে বনের পাশে নৌকা থামিয়ে বনরক্ষীরা কিছু বোঝার আগেই দৌড়ে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিনের মাংস, ২ টি মাথা, ৮ টি পা পাওয়া যায়।

বন আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত মালামাল আদালতে সোপর্দ করা হবে।

ভয়েস টিভি/বাগেরহাট প্রতিনিধি/দেলোয়ার

You may also like