Home সারাদেশ ‘আর বাল্যবিয়ে পড়াব না’ মাইকিং করছেন কাজী

‘আর বাল্যবিয়ে পড়াব না’ মাইকিং করছেন কাজী

by Shohag Ferdaus
মাইকিং

শেরপুরের ঝিনাইগাতীতে দীর্ঘদিন ধরে কাজী পরিচয়ে বিয়ে পড়িয়ে আসছিলেন আ. বাসেদ নামে এক ভুয়া কাজী। বাল্যবিয়েসহ অন্যায়ভাবে অসংখ্য বিবাহ সম্পাদন করেছেন তিনি। এসব কর্মকাণ্ডের পর এখন শাস্তিস্বরূপ তিনি মাইকে প্রচার করছেন ‘আমি অন্যায় করেছি। আর কোনো বাল্যবিয়ে পড়াব না’।

গত ৬ ডিসেম্বর থেকে একটি ইজিবাইকে এ প্রচার শুরু করেছেন তিনি। উপজেলার সাতটি ইউনিয়নে একদিন করে এ প্রচার করা হবে। ভুয়া কাজী মো. আ. বাসেদ ঝিনাইগাতী উপজেলার সুরিহারা গ্রামের মৃত মােহাম্মদ আলী ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, এই কাজীর সরকারি কোনো নিবন্ধন ছিল না। কাজী পরিচয়ে এলাকায় তিনি অন্যায়ভাবে বিবাহ সম্পাদন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। বাল্যবিয়ে পড়ানোর দায়ে এর আগেও এক মাসের সাজাভোগ করেছেন তিনি।

অন্যায়ভাবে বিবাহ সম্পাদনের কাজ করায় সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের নির্দেশে শাস্তিস্বরূপ এলাকায় মাইকিং শুরু করেছেন তিনি।

মাইকে তিনি বলছেন, আমি যা করেছি অন্যায় করেছি, আমি আরও অঙ্গীকার করছি যে, ভবিষ্যতে আমি কোনো বাল্যবিয়ে পড়াব না এবং অনৈতিক কোনো কাজ করব না।

আ. বাসেদ মাইকে প্রচারের কথা স্বীকার করে বলেন, ‘আমি ১০০ স্ট্যাম্পে সাক্ষর করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে অঙ্গীকার করছি, ভবিষ্যতে আমি আর কোনো প্রকার বাল্যবিবাহ পড়াব না ও অনৈতিক কোন কাজ করব না।’

ভয়েস টিভি/এসএফ

You may also like