Home সারাদেশ মাইক্রোবাসে মিলল ১৮ হাজার ইয়াবা

মাইক্রোবাসে মিলল ১৮ হাজার ইয়াবা

by Amir Shohel

টেকনাফে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় ১৯ হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

১৭ জানুয়ারি রোববার দুপুরে সময় টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া সংলগ্ন রাস্তায় অবস্থানরত মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড স্টেশান টেকনাফ কর্তৃক অভিযান পরিচালনা করে একটি মাইক্রো বাস থেকে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় থাকা ১৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, রোববার দুপুরের সময় টেকনাফ স্টেশান কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে টেকনাফ পাওয়ার হাউজ এর পূর্ব দিকে কায়ুকখালী পাড়া এলাকার সংলগ্ন রাস্তার পাশে অবস্থানরত একটি মাইক্রোবাসে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে গাড়ির সীট বেল্টের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় পলিথিন ব্যাগ থেকে ১৮ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবা উদ্ধারের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মাইক্রোবাসটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েসটিভি/এএস

You may also like