Home সারাদেশ চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাকসুদুল আলম আর নেই

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাকসুদুল আলম আর নেই

by Newsroom
মাকসুদুল আলম

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ———–রাজিউন)।

২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫২ বছর।

আজ সোমবার বাদ আসর চাঁদপুর পৌর এলাকার আব্দুল করিম পাটোয়ারী বাড়ির সম্মুখস্থ মসজিদ মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিক, হৃদরোগ এবং লিভারজনিত জটিল রোগে ভুগছিলেন।

কর্মজীবনে যমুনা টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার ছিলেন সিনিয়র সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলম।

ভয়েস টিভি/টিআর

You may also like