Home সারাদেশ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিহত ৪, নিখোঁজ ৬

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিহত ৪, নিখোঁজ ৬

by Shohag Ferdaus
ট্রলার

সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে চার জন নিহত হয়েছে। ওই ট্রলারের আরও ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত আরও ছয়জন নিখোঁজ রয়েছে।

২৩ জানুয়ারি শনিবার ভোরে সেন্টমার্টিনের লাইট হাউস থেকে ২৯২ বিয়ারিং আর ৩৪.৫ মাইল দূরত্বে এফভি জামজামি নামের ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন কোস্টগার্ড সেন্টমার্টিনের ইনচার্জ লে. আরিফুজ্জামান রনি।

তিনি জানান, সেন্টমার্টিন থেকে ৩৪.৫ মাইল দূরত্বে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ঘটনার পর নৌ বাহিনী সমুদ্র অভিযান জাহাজ উদ্ধার কাজ পরিচালনা করছে। পাশাপাশি কোস্টগার্ডের শ্যামল বাংলা জাহাজও উদ্ধার কাজ চালাচ্ছে।

লেফটেন্যান্ট আরিফুজ্জামান রনি বলেন, ‘ট্রলারটি সম্ভবত চট্টগ্রামের। যেখানে ২৬ জন মাঝিমাল্লা ছিল। তারমধ্যে এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আর বাকি জেলেদের উদ্ধার অভিযান চলছে।’

ভয়েস টিভি/এসএফ

You may also like