ভোলার চরফ্যাশনে সাগর মোহনায় তিনটি মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে লুট করেছে জলদস্যুরা। এতে পাঁচ জেলে গুরুতর আহত হয়। ৯ ফেব্রুয়ারি বুধবার ভোরে সাগরের পুবের চর সীমানায় এ ডাকাতির ঘটনা ঘটে।
দস্যুদের হামলায় আহতরা হলেন, কালু (২১), আজিজ (২৮), হেজু (২২), নেছার (২২) ও মিজান (২৬)।
ডাকাতির শিকার তৈয়ব মাঝি জানান, মঙ্গলবার ছয় জেলে নিয়ে বঙ্গোপসাগরের মাছ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু জেলেদের চারদিক থেকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আতর্কিত হামলা চালায়। এতে পাঁচ জেলে আহত হন।
এসময় জলদস্যুরা ট্রলারে থাকা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ টাকার কোরাল মাছ, জাল, নগত ৩০ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, গ্যাস-সিলিন্ডার ও সোলার মেশিন ছিনিয়ে নিয়ে করে নিয়ে যায়।
একইভাবে কিছুটা দুরে গিয়ে কালাইয়া ও লালমোহনে আরও দুটি ট্রলারে হামলা চালিয়ে লুটপাট করে। সব মিলিয়ে ডাকাতরা ট্রলার তিনটি থেকে পাঁচ লক্ষাধিক টাকা মাছ ও অন্যন্যা মালামাল লুট করে।
তিনি আরও জানান, গত কয়েকদিন থেকে হঠাৎ করেই জলদস্যুরা উপদ্রপ বেড়েছে। এতে আতংকিত হয়ে পড়েছেন জেলেরা।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, সাগরে ডাকাতি হয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আমাদের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ভয়েস টিভি/এমএইচ