Home সারাদেশ ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

by Shohag Ferdaus
মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রুবেল প্রামাণিক (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। নিহত ব্যবসায়ী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাব মোড়ের মৃত আহম্মদ প্রামাণিকের ছেলে। ১২ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাছ ব্যবসায়ী রুবেলসহ আরও তিনজন শনিবার ভোরে নাটোরের রাজাপুর থেকে মাছ কিনে টেম্পু যোগে ঈশ্বরদীতে ফেরার পথে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কে মুন্নার মোড় নামক স্থানে পৌঁছালে পেছন থেকে তুহিন পরিবহন নামের একটি বাস টেম্পুটিকে ধাক্কা দেয়। এতে ব্যবসায়ী রুবেল টেম্পু থেকে ছিটকে পড়েন।

এতে টেম্পুর চালক দিয়াড় বাঘইল গ্রামের মৃত আমছের খাঁর ছেলে আসাদুল ইসলাম (৪৬), ব্যবসায়ী পাকশীর রূপপুরের সেলিম (৪৮) এবং এক শিশু (১২) মারাত্মক আহত হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রুবেল প্রামাণিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালকসহ সহযোগী পলাতক রয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like