Home সারাদেশ দুর্বৃত্তদের দেয়া বিষে ভেসে উঠল ১০০ টন মাছ

দুর্বৃত্তদের দেয়া বিষে ভেসে উঠল ১০০ টন মাছ

by Shohag Ferdaus

সাভারের আশুলিয়ায় ৬৬ বিঘা আয়তনের একটি পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০০ টনের বেশি মাছ মারা গেছে। এতে ৫ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবি পুকুর মালিকের।

১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস আলী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার ‘প্রাণ প্রকৃতি অ্যাগ্রো’ নামে মাছের খামারে এ ঘটনা ঘটে।

পুকুরের মালিক শরিফুল ইসলাম বলেন, ১৯৯৮ সাল থেকে পুকুরে মাছ চাষ করছি। বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় আমার পুকুরে বিষ দেয় দুর্বৃত্তরা। এতে পুকুরের ১০০ টনের বেশি কার্প জাতীয় মাছ মারা গেছে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকারও বেশি।

এ ব্যাপারে সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আমাদের প্রতিনিধি টিম পাঠিয়েছি।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা নিপা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। প্রশাসন এ বিষয়ে কাজ করছে।

ভয়েস টিভি/আশুলিয়া প্রতিনিধি/এসএফ

You may also like