Home জাতীয় কাল থেকে মাটির নিচ দিয়ে তার নেয়া শুরু: তাপস

কাল থেকে মাটির নিচ দিয়ে তার নেয়া শুরু: তাপস

by Shohag Ferdaus
তাপস

ডিএসসিসি ও ডিএনসিসি রাজধানীর বিভিন্ন স্থানে ঝুলন্ত তার অপসারণের কাজ শুরু করলে বেঁকে বসে ডিশ ও ইন্টারনেট সেবাদানকারীরা। তারা দিনে তিন ঘণ্টা করে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ারও হুমকি দেয়। তবে আজ দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে এক সভায় বিষয়টি সুরাহা হয়েছে।

কেবল অপারেটররা আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) থেকে সড়কের তার অপসারণ ও মাটির নিচ দিয়ে তার নেয়ার কাজ শুরু করবে।

১৮ অক্টোবর রোববার এই তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

রোববার দক্ষিণের নগরভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের বৈঠকে এই সমঝোতা হয়।

বৈঠকের পর এক ব্রিফিংয়ে মেয়র তাপস বলেন, ‘দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তায় কোনো ঝুলন্ত তার আজকের পর থেকে কাটা হবে না। আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তারা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং সঙ্গে সঙ্গে উপরে ঝুলন্ত তার কেটে দেবেন। আর এটা আগামী নভেম্বরের মধ্যেই তারা শেষ করবেন বলে আমাদের কমিটমেন্ট দিয়েছেন। সে কারণেই আমরা তার কাটব না। আর কোল থেকেই তারা এটা শুরু করবে।

ঝুলন্ত তার সরিয়ে মাটির নিচ দিয়ে নিতে সিটি করপোরেশনের রাস্তা খোঁড়ারও অনুমতি দেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, সেই রাস্তা পরে সিটি করপোরেশনের খরচেই মেরামত করা হবে।

আইএসপিএবি সভাপতি এম এ হাকিম বলেন, আজকে থেকেই আমরা ঝুলন্ত তার নামিয়ে মাটির নিচে সংযোাগের কাজ শুরু করে দেব। আশা করি নভেম্বরের মধ্যেই পারব।

ভয়েস টিভি/এসএফ

You may also like