ভয়েস রিপোর্ট: মাত্র এক দিনের ব্যবধানে নতুন করে এক হাজার ২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলো ২০ হাজার ৬৫ জন। আর মারা গেছে আরো ১৫ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯৮ জনে। এদিকে, ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছে ২৭৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলো ৩ হাজার ৮৮২ জন।
শুক্রবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। দেশে কোভিড-১৯ রোগী প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেই হিসাবে ৬৯তম দিনে এসে শনাক্ত ২০ হাজার ছাড়ালো।
তিনি জানান, মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৮ জন। এদের মধ্যে বয়সের হিসাবে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৪১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯টি, এর মধ্যে পরীক্ষা করা হয়েছে আট হাজার ৫৮২টি। ৪১টি ল্যাবের মধ্যে ঢাকার ভেতরে রয়েছে ২০টি, আর ঢাকার বাইরে রয়েছে ২১টি। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬০ হাজার ৫১২টি।
মাত্র একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড, মারা গেছে ১৫ জন
3
previous post