Home সারাদেশ মানুষের মাথার খুলি পাচারকারী বাপ্পীর ৩ দিনের রিমান্ড

মানুষের মাথার খুলি পাচারকারী বাপ্পীর ৩ দিনের রিমান্ড

by Shohag Ferdaus
১২টি মাথার খুলি

ময়মনসিংহে ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধারের ঘটনায় গ্রেফতার বাপ্পীর তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আ. হাই এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী মডেল থানা পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার বলেন, গত সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গ্রেফতার বাপ্পীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক ওই দিন আজ ১৯ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আজ বাপ্পীকে আদালতে তোলা হলে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আ. হাই এ আদেশ দেন।

১৪ নভেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের আর কে মিশন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়। এ সময় বাপ্পীকে আটক করে পুলিশ।

ভয়েস টিভি/এসএফ

You may also like