3
বার্ধক্যজনিত কারণে মাদারীপুর জেলা বিএনপি’র সভাপতি আবু বকর সিদ্দিক ওরফে আবু মুন্সী মারা গেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
৭ সেপ্টেম্বর সোমবার দিনগত রাত ৩টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে ১৪ দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়। সোমবার দিনগত রাত ৩টার দিকে তিনি মারা যান।
তার মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ করেছেন জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
মাদারীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান বলেন, ‘মাদারীপুর জেলা বিএনপি’র একজন বড় অভিভাবক ছিলেন তিনি। তার মৃত্যুতে মাদারীপুর জেলা বিএনপি একজন যোগ্য নেতাকে হারালো।
ভয়েসটিভি/এএস