Home সারাদেশ ধর্ষকদের ফাঁসির দাবি মানববন্ধনে

ধর্ষকদের ফাঁসির দাবি মানববন্ধনে

by Shohag Ferdaus
মানববন্ধনে

সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নারী নির্যাতন, যৌন হয়রানি ও হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তারুণ্যের অগ্রযাত্রা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। ৩ অক্টোবর শনিবার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন, দেশব্যাপী নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ-হত্যা বন্ধসহ প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসয় ধর্ষণকারীদের ফাঁসির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপিত এ বি এম ফজলুর রহমান, তারুণ্যের অগ্রযাত্রার আহ্বায়ক জুবায়ের খান প্রিন্স, পাবনা জেলা সমন্বয়ক আশরাফুজ্জামান, সিনিয়র সমন্বয়ক মেহেদী হাসান ম্যাকসিম, সাম্মি আক্তার, হুসসনেয়ারা পারভিন, মৌসুমি হাসান।

আরও পড়ুন: পদ্মায় নিখোঁজ ভাই-বোনের অর্ধগলিত লাশ উদ্ধার

ভয়েস টিভি/এসএফ

You may also like