Home সারাদেশ গণধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

গণধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

by Shohag Ferdaus
মানববন্ধন

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে তরুণীকে গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে ধর্ষণ ও নির্যাতন বিরোধী জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নানা শ্রেণিপেশার মানুষ মাননববন্ধনে অংশ নেন।

ছাত্রলীগ নেতা মিন্টু চৌধুরীর সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরি রাণী ভট্টাচার্য, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুব্রত সরকার, জেলা যুব ইউনিয়ন নেতা আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি, গণমাধ্যমকর্মী শামস সামীম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীদের আজ নিরাপত্তা নেই। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নির্যাতন হচ্ছে এসব বন্ধ করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই দ্রুত যেন দেশব্যাপী সকল ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।

আরও পড়ুন: এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ: ৯ জনের বিরুদ্ধে মামলা

এদিকে দুপুরে ওই ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রবিউল হাসানকে গ্রেফতার করতে তার নিজ গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে অভিযান চালায় পুলিশ। রবিউল হাসান উপজেলার জগদল ইউনিয়নের বড়নগদীপুর গ্রামের বাসিন্দা। সে সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিৎ সরকার বলয়ের ছাত্রলীগ নেতা ও এমসি কলেজ শাখা ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র সভাপতি। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরও পড়ুন: ধর্ষণের প্রতিবাদে উত্তাল এমসি কলেজ

বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। তিনি জানান, রবিউলের বিষয়টি আমলে নিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা করছি। সে এলাকায় এসে থাকলে তাকে গ্রেফতার করা হবে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সিলেট এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ করেছে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা।

ভয়েস টিভি/এসএফ

You may also like