Home জাতীয় ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চায় মানবাধিকার কমিশন

ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চায় মানবাধিকার কমিশন

by Shohag Ferdaus
মানবাধিকার কমিশন

সিলেটের এমসি কলেজে তরুণী এবং খাগড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধি তরুণীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।

২৬ সেপ্টেম্বর শনিবার জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম মনে করেন- একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা অত্যন্ত জঘন্য ও ঘৃণ্যতম ঘটনা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীর মানবাধিকার সুরক্ষিত করার লক্ষ্যে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা আবশ্যক। ধর্ষক যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

সিলেটের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার করে এবং খাগড়াছড়ির ঘটনায় গ্রেফতারকৃত আসামিদেরসহ সংশ্লিষ্ট অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

২৫ সেপ্টেম্বর শুক্রবার এক তরুণী তার স্বামীসহ এমসি কলেজে ঘুরতে আসলে ৬/৭ জন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে এমসি কলেজ ছাত্রাবাস এলাকায় গণধর্ষণ করে। এসময় তার স্বামী প্রতিবাদ করলে তাকে মারধর করে আটকে রাখা হয়।

অন্যদিকে খাগড়াছড়িতে বুধবার রাতে নয়জন ডাকাত ঘরে ঢুকে বকে বুদ্ধি প্রতিবন্ধি তরুণীকে অস্ত্রের মুখে ধর্ষণ করে এবং ঘরের জিনিস লুটপাট করে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের মধ্যে ইতোমধ্যে সাতজন গ্রেফতার হয়েছে।

ভয়েস টিভি/একে/এসএফ

You may also like