Home বিনোদন বিয়ে করলেন মানালি দে

বিয়ে করলেন মানালি দে

by Shohag Ferdaus
মানালি দে

করোনা, লকডাউনের মধ্যেই দীর্ঘ দিনের প্রেমিক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে গাটছড়া বেঁধেছেন মানালি দে। খোলা চুল, লাল রঙের সালোয়ার, কানে দুল আর অভিমন্যু পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। বিয়ের সাজ বলতে ছিল এই। মুখে মাস্ক অবশ্য ছিল দু’জনেরই। লোক বলতে তার বাবা-দাদু এবং অভিমন্যুর বাবা। তাদের বিয়েতে কোনো জমকালো অনুষ্ঠানের আয়োজন ছিল না। তবে এর ব্যাখ্যা দিলেন মালানি দে।

মানালি বললেন, ‘অভির বাড়িতেই রেজিস্ট্রি হলো। আসলে অভির মা এখন মুম্বইতে। উনি ফিরলে তখন বড় করে সেলিব্রেশন হবে।’

হুট করেই বিয়ে প্রসঙ্গে মানালি দে বলেন, ভাদ্র মাস এসে যাচ্ছে কী সব নিয়ম-কানুন রয়েছে তাই পরিবারের ইচ্ছায়ই হুট করে বিয়ের কাজটা সারতে হয়েছে। তবে সেলিব্রেশনের জন্য সব তুলে রাখলাম। তখন বড় আয়োজন হবে।

অভিমন্যু পেশায় পরিচালক। ইন্ডাস্ট্রি সূত্রেই মানালির সঙ্গে তার পরিচয়। বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে বিয়ে। অভিমন্যুর পরিচালনায়ও কাজ করেছেন মানালি।

এর আগে ২০১২ সালে গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে হয়েছিল মানালির। তবে সে বিয়ে স্থায়ী হয়নি। তা নিয়ে এখন আক্ষেপ নেই মানালির।

ভয়েস টিভি/বিনোদন ডেস্ক/এসএফ

You may also like