5
নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৭৫ জেলেকে দণ্ড দেয়া হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত দৌলতপুর ও শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এ দণ্ড দেন।
জানা গেছে, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দুই লাখ মিটার কারেন্ট জালসহ ৩৩ জেলেকে যমুনা নদী থেকে ইলিশ শিকারের দায়ে আটক করেন। এর মধ্যে ২৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও বাকি ৯ জেলেকে অর্থদণ্ড দেন।
আরও পড়ুন: নদীতে নামায় ১৯ জেলেকে দণ্ড
অপরদিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন বলেন, শিবালয় অংশের যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৪২ জেলেকে আটক করে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় তাদের কাছে থাকা চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।
ভয়েস টিভি/এমএইচ