Home সারাদেশ মানিকগঞ্জে জিসান হত্যা : দায় স্বীকার করে আসামির জবানবন্দি

মানিকগঞ্জে জিসান হত্যা : দায় স্বীকার করে আসামির জবানবন্দি

by Newsroom
মানিকগঞ্জে জিসান হত্যা

মানিকগঞ্জের কলেজ ছাত্র তানভীর আহম্মেদ জিসান হত্যা মামলার অন্যতম আসামি আশিক (২০) আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

শিবালয় থানার পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আশীষ কুমার স্যান্নাল বলেন , গত ২৭ তারিখ পাঁচজন আসামিকে আদালতে পাঠানো হয়। তবে এ মামলার অন্যতম আসামি আশিক পলাতক ছিলো। গত রাতে উপজেলার শিমুলিয়া থেকে তাকে গ্রেফতার করে আজ আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানী শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

গত ১৫ নভেম্বর জিসান ঢাকা থেকে নানাবাড়ি যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। জিসানের পরিবার তাকে অনেক খোঁজাখুজির পর না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ দিকে গত ১৮ তারিখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : শিবালয়ে জিসান হত্যা : পাঁচ আসামি রিমান্ডে

ভয়েস টিভি/এমএইচ

You may also like