Home বিনোদন ‘মানিকে মাগে হিতে’ এবার ইংরেজিতে!

‘মানিকে মাগে হিতে’ এবার ইংরেজিতে!

by Shohag Ferdaus
ইতিন আদারে

মে মাস। ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে পড়েছিল সিংহলী গান ‘মানিকে মাগে হিতে’। সাত মাস পরেও মলিন হয়নি সুর। সহজ সুরে বাঁধা এই গানের মুগ্ধতা কাটেনি এখনও। বরং দেশের গণ্ডি পার হয়ে তা ছড়িয়ে পড়েছে নানা দিকে। শ্রীলঙ্কার ইয়োহানি দিলোকা দি সিলভার গাওয়া এই গান এ বার ইংরেজি ভাষায়। গাইলেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স।

সুর, তাল এক রেখেই নিজের মতো করে এই গান সাজিয়েছেন এমা। ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিন লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। এমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

মানিকে মাগে হিতে’ একটি সিংহলী ছবির গান। গত বছরে ছবিটি মুক্তি পায়। চলতি বছরে ইওহানি দি সিলভা গানটি নতুন করে গেয়েছেন। এর পরেই চর্চা শুরু হয় এই গান নিয়ে। ইতেমধ্যেই এই গানের নানা সংস্করণ নেটমাধ্যমে এসেছে। যত দিন যাচ্ছে, ততই যেন বাড়ছে এই গানের জনপ্রিয়তা।

ভয়েস টিভি/এসএফ

You may also like