Home সারাদেশ পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ

পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ

by Shohag Ferdaus
মানুষের

ময়মনসিংহে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মানবিক বাংলাদেশ সোসাইটি। ২৯ আগস্ট শনিবার সকালে ময়মনসিংহ নগরীর আকুয়া মোড়ল পাড়া এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এসময় উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদ্যুৎ, মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনূর আলম, মানবিক বাংলাদেশ সোসাইটি জেলা শাখার সভাপতি জিয়াউল হক জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভয়েস টিভি/এসএফ

You may also like