Home সারাদেশ আওয়ামী লীগ নেতাদের মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ নেতাদের মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

by Shohag Ferdaus
মহাসড়ক অবরোধ

জামাল-কামাল বাহিনী কর্তৃক ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

১ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার তালমা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এসময় মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ্ জামান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহেব ফকির, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নিমাই সরকার।

উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ খান, ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কালাম কাজী, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, চরযোশরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, রামনগর ইউপি চেয়ারম্যান কুদ্দুছ ফকির, কাইচাল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বঙ্গবন্ধু আইন ছাত্র-ছাত্রী পরিষদের জেলা সভাপতি ফারজানা খাঁন রিনিসহ হাজারো এলাকাবাসী।

নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার তার বক্তব্যে বলেন, জামাল-কামাল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। সাধারণ মানুষসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like