শেরপুরের নকলা পৌরসভার পাইলট স্কুল কেন্দ্রে ভোটের শুরুতেই আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর এক এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে।
ওই কেন্দ্রে সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মিজানুর রহমান। তিনি অভিযোগ করেন, নৌকার প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছে।
ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে নৌকার সমর্থকদের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী এনামুল হক রিপনও। তিনি বলেন, ‘আমার এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হয়েছে। কেন্দ্র থেকেও বের করে দেয়া হচ্ছে।’
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পরেশ চন্দ্র দাস। তবে কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।
আর আওয়ামী লীগ প্রার্থী হাফিজুর রহমান লিটন বলেন, ‘এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। ভোট সুষ্ঠু হচ্ছে।’
এদিকে, সকাল থেকে ভোটার উপস্থিতি বেশির ভাগ কেন্দ্রে কম থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
নকলায় মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন, বিএনপি প্রার্থী মো. এনামুল হক রিপন। এছাড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র অধ্যাপক মো. মিজানুর রহমান এবং পৌর আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
নকলা পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ১৫৯ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮ জন ও নারী ভোটার ১৪ হাজার ১৫১ জন।
ভয়েস টিভি/এসএফ