Home সারাদেশ ট্রাক-ইজিবাইক সংঘর্ষে স্ত্রীর পর এবার মারা গেলেন স্বামীও

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে স্ত্রীর পর এবার মারা গেলেন স্বামীও

by Shohag Ferdaus
মারা গেলেন স্বামীও

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত হওয়ার পর এবার মারা গেলেন তার স্বামীও।

দুর্ঘটনার পর আহত আবুল কালামকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দুপুরে ঘটনাস্থলেই নিহত হন তার স্ত্রী ঋতু আক্তার (৩০)।

এদিকে ইজিবাইকের চালক আহত নূর উদ্দিনকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

নিহত ঋতু আক্তার ও তার স্বামী আবুল কালাম পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের সাউদকান্দি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার দুপুরে ঋতু আক্তার ও তার স্বামী আবুল কালাম ওই ইজিবাইকে করে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক দিয়ে শ্যামগঞ্জ যাচ্ছিলেন। এ সময় পথে তুলা পাবই নামক স্থানে ময়মনসিংহ থেকে জারিয়াগামী ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ঋতু আক্তার মারা যান এবং তার স্বামী আবুল কালাম ও ইজিবাইক চালক নূর উদ্দিন আহত হন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like