Home বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের দ্বিতীয় বির্তক বাতিল

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের দ্বিতীয় বির্তক বাতিল

by Newsroom
শপথ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বির্তক বাতিল করা হয়েছে। আগামী ১৫ই অক্টোবর ফ্লোরিডায় এ বিতর্ক হওয়ার কথা ছিল।

করোনাভাইরাসে আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্প ভার্চুয়াল বিতর্কে সম্মত না হওয়ায় কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেট দ্বিতীয় বিতর্ক বাতিল করেছে। তবে সব ঠিক থাকলে নির্ধারিত সময়েই দুই প্রার্থীর মধ্যকার তৃতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সব নিয়ম অনুসরণ করেই টেনেসির ন্যাশভাইলে বেলমন্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ও শেষ বিতর্ক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুই প্রার্থীই তৃতীয় বিতর্কের জন্য তাদের সম্মতি জানিয়েছেন।

এরআগে ৩০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম বিতর্কে তুমুল বাকবিতণ্ডে জড়ায় ট্রাম্প ও বাইডেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like