Home খেলার খবর ইনজুরি কাটিয়ে ৮ মাস পর অনুশীলনে মাশরাফি

ইনজুরি কাটিয়ে ৮ মাস পর অনুশীলনে মাশরাফি

by Shohag Ferdaus
মাশরাফি

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১ ডিসেম্বর মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি পুরো রান আপে বোলিংও করেছেন তিনি। দীর্ঘ প্রায় সাড়ে ৮ মাস পর মাশরাফিকে এমন রূপে দেখা গেল।

৩৭ বছর বয়সী মাশরফি কিছুদিন আগেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটে ছিলেন না। ফিট হতে পারলে অবশ্য তার জন্য দরজা খোলা থাকবে বলে জানানো হয়েছিল বিসিবির পক্ষ থেকে। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি কোনো দলের হয়ে খেলবেন কি না সেটি এখনো নিশ্চিত নয়।

মাশরাফির পুনর্বাসন প্রক্রিয়া চলছে ট্রেনার তুষার কান্তি হাওলাদারের তত্ত্ববধানে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘মাশরাফি করোনা থেকে সেরে ওঠার পর থেকেই নিজের ফিটনেস নিয়ে কাজ করছিলেন। ওজন কমিয়ে পুরো ফিট হতে চান তিনি। আমি এ ব্যাপারে তাকে সাহায্য করছি।’

তুষার কান্তি জানান, মাশরাফি এরই মধ্যে ১০ কেজি ওজন কমিয়েছেন। এদিন ‍পুরো রানআপে ৪ ওভার বল করেছেন।

মাশরাফি সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ১৬ মার্চ, ঢাকা প্রিমিয়ার লিগে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলাঘরের বিপক্ষে ৭ ওভার বল করেন মাশরাফি। ৩৪ রান খরচায় কোনো উইকেট পাননি সেদিন। তবে, মেডেন ওভার ছিল একটি। ব্যাট হাতে করেছিলেন ১ রান।

তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। ৬ মার্চ সিলেটে অনুষ্ঠিত সেই ম্যাচে ওয়ানডে অধিনায়কত্ব থেকে অবসরে যান মাশরাফি।

ভয়েস টিভি/এসএফ

You may also like